চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০২ পিএম, ১১ জুলাই ২০২৪

চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করেছেন চবি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় অবরোধ তৈরি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা মহসড়কটি পুরোপুরি অচল করে দিয়েছেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে কেন্দ্রীয় কর্মসূচি ‘বাংলা ব্লকেড’-এর অংশ হিসেবে বিকেল ৪টার দিকে চট্টগ্রাম শহরে বটতলী স্টেশনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিকেল সোয়া চারটার দিকে টাইগারপাস মোড়ের আগে শিক্ষার্থীদের অবরুদ্ধ করে ফেলে পুলিশ। এসময় শিক্ষার্থীরা পুলিশি বাধা উপেক্ষা করে লালখানবাজার হয়ে ওয়াসা মোড়ের দিকে যেতে চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

পরে বিকেল ৫টার দিকে শিক্ষার্থীদের মিছিল নগরের দুই নম্বর গেট এলাকায় পৌঁছালে পুলিশ তাদের লাঠিপেটা করে। এ খবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছাতেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় অবরোধ তৈরি করেন।

এএজেড/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।