কোটাবিরোধী আন্দোলন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:১০ পিএম, ১১ জুলাই ২০২৪
কোটা ইস্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

কোটা ইস্যুতে বিক্ষোভ মিছিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ একাধিক আন্দোলনকারী আহতের খবর পাওয়া গেছে।

‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৩টার দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে যাওয়ার পথে কোটবাড়ি এলাকায় আসনার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসাইন জাগো নিউজকে বলেন, ‘বাংলা ব্লকেড’ কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বিকেল ৩টার দিকে আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে যাচ্ছিলাম। আসনার ক্যাম্পের সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ি। কিছু বুঝে ওঠার আগেই পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও ফাঁকাগুলি বর্ষণ করে। এতে আমিসহ অন্তত ৮-১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের কুমিল্লা মিডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন জানান, আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর সংগ্রহ করতে গেলে পুলিশের হামলায় চ্যানেল আইয়ের বিশ্ববিদ্যায় প্রতিনিধি সৌরভ সিদ্দিকী, বার্তা২৪-এর প্রতিনিধি অনন্য মজুমদার এবং ক্যাম্পাস টাইমসের প্রতিনিধি আল শাহরিয়ার অন্তু আহত হন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। অন্যায়ভাবে সংবাদকর্মীদের ওপর হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীরা মিছিল বের করলে তাদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

শিক্ষার্থীদের হামলায় একাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান ওসি। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানাতে পারেননি তিনি।

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।