শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ‘ব্লকড’ সিলেট-সুনামগঞ্জ সড়ক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ০৮ জুলাই ২০২৪

কোটা প্রথার বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে আবারো অবরোধ করেছেন সিলেট-সুনামগঞ্জ সড়ক।

সোমবার (৮ জুলাই) বিকেল ৪টার দিকে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধের ফলে দুর্ভোগে পড়েছেন এ সড়কের যাত্রীরা।

শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ‘ব্লকড’ সিলেট-সুনামগঞ্জ সড়ক

শিক্ষার্থীরা বলছেন, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যমূলক কোটা ব্যবস্থা থাকতে পারে না। ছাত্রসমাজ কোটা বিরোধী আন্দোলনে ফেটে পড়েছেন। কোটা বাতিল করতেই হবে। না হলে রাজপথ ছাড়বেন না শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, ছাত্রসমাজ একযোগে কোটা প্রথার বিরুদ্ধে মাঠে নেমেছে। সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক যে কোটা রাখা হয়েছে তা বাতিল করা হোক। অনগ্রসর ও প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে।

নাঈম আহমদ শুভ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।