‘প্রত্যয় স্কিম’ বাতিল দাবি
দাবি আদায় না হলে আন্দোলন চলছে, চলবেই: শাবিপ্রবি শিক্ষক নেতা
‘প্রত্যয় স্কিম’ বাতিল দাবিতে সর্বাত্মক কর্মবিরতির আজ অষ্টম দিন অতিবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত আন্দোলন থেকে সরে আসেননি শিক্ষকরা। সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেননি কেউ।
দাবি আদায়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকরাও ক্লাস-পরীক্ষা বন্ধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ।
শিক্ষকদের ভাষ্য, আমাদের দাবি সুনির্দিষ্ট। দ্রুত দাবি মেনে নিয়ে আমাদের ক্লাসে ফিরতে নেওয়া হোক। দাবি আদায় না হলে আন্দোলন চলছে, চলবেই।
সোমবার (৮ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবীর বলেন, বৈষম্যমূলক ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন। ফেডারেশনের ডাকে আমরা একাত্মতা পোষণ করে আন্দোলনে অংশ নিয়েছি।
তিনি আরও বলেন, এ স্কিম বাস্তবায়ন হলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে চাইবেন না। ফলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসের দিকে ধাবিত হবে। যত দ্রুত সম্ভব এ পেনশন স্কিম বাতিল করা হোক।
নাঈম আহমদ শুভ/এসআর/এমএস