কোটাবিরোধী আন্দোলন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় চারঘণ্টা অবরোধ, যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ০৭ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কার করে ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিপাকে পড়েছে বিভিন্ন পরিবহনের যাত্রী ও চালকরা। দীর্ঘ চার ঘণ্টা ধরে জাতীয় এ মহাসড়কটি বন্ধ রয়েছে।

রোববার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে মহাসড়কের কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ি এলাকায় শিক্ষার্থীরা অবরোধের ফলে এ পরিস্থিতি সৃষ্টি হয়। রাত পৌনে ৮টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত সড়কটি বন্ধ রয়েছে।

যানজটে দীর্ঘ সময় গাড়িতে বসে ক্ষোভ প্রকাশ করে স্টার লাইন পরিবহনের যাত্রী সাইদুল হক জাগো নিউজকে বলেন, বিকেল সাড়ে ৪টায় যানজটের কবলে পড়ি। প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে আটকা পড়ে আছে। পরিবার নিয়ে ঢাকায় রওয়ানা দিয়েছি। বলতে গেল অবর্ণনীয় একটি দুর্ভোগের মধ্যে রয়েছি। বিষয়টি দেখার যেন কেউ নেই।

আব্দুর রহমান নামে সিডিএম পরিবহনের এক যাত্রী বলেন, ঢাকা থেকে পৌনে ৩ ঘণ্টায় কুমিল্লার আলেখচার এলাকায় পৌঁছলাম। কিন্তু এক জায়গাতেই দাঁড়িয়ে আছি পৌনে চারঘণ্টা।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার জাগো নিউজকে বলেন, কোটবাড়ি এলাকায় কুবি শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কে দুইপাশে প্রায় ৭-৮ কিলোমিটার এলাকায় জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। বিকেল থেকে পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে। তারা কোনোভাবেই অবরোধ ছাড়ছে না।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।