কোটা বাতিলের দাবি

সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ শাবিপ্রবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ০৬ জুলাই ২০২৪
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

শনিবার (৬ জুলাই) বিকেল পৌনে ৪টা থেকে সড়ক অবরোধ করেন তারা। এতে সিলেট শহরে তৈরি হয় তীব্র যানজট।

এর আগে বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে ছাত্রী হলের দিকে মিছিল নিয়ে যান। এসময় কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা।

২০১৮ সালের পরিপত্রের পুনর্বহাল ও সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবিতে এ আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

তারা জানান, কোটা স্পষ্ট বৈষম্য। অবিলম্বে কোটা বাতিল করতে হবে। তা না হলে এ আন্দোলন থেকে পিছু হটবেন না।

নাঈম আহমদ শুভ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।