গভীর রাতে রাস্তা আটকে কোটাবিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০১:০১ এএম, ০৫ জুলাই ২০২৪

কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে হল থেকে বের করে দেওয়ার খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের সামনে রাস্তা আটকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

শুক্রবার (৫ জুলাই) রাত ১২টার দিকে অমর একুশে হলের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে জড়ো হয়ে সারজিস আলমকে হল থেকে বের করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করতে থাকেন তারা।

jagonews24

পরে রাত ১টার দিকে হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ ঘটনাস্থলে এসে সারজিসকে হল থেকে বের করা হবে না মর্মে নিশ্চয়তা দিলে শিক্ষার্থীরা অবস্থান তুলে নেন।

এমএইচএ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।