বাকৃবিতে অর্থমন্ত্রীর কুশপুতুলে আগুন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাকৃবি
প্রকাশিত: ০৬:০০ পিএম, ০৩ জুলাই ২০২৪
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কুশপুতুলে আগুন দিয়েছেন কর্মচারী পরিষদের সদস্যরা

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে চলমান আন্দোলনকে অযৌক্তিক মন্তব্য করায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কুশপুতুলে আগুন দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কর্মচারী পরিষদের সদস্যরা। একইসঙ্গে তারা ক্ষোভ প্রকাশ করেন।

বুধবার (৩ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সংলগ্ন করিডোরের সামনে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধু চত্বর প্রদক্ষিণ করে আমতলায় এসে তারা অর্থমন্ত্রীর কুশপুতুলে আগুন দেন।

বাকৃবিতে অর্থমন্ত্রীর কুশপুতুলে আগুন

এ বিষয়ে বাকৃবির ৩য় শ্রেণির কর্মচারী পরিষদের সভাপতি মোশারফ হোসেন বলেন, আমরা আগামীকাল পূর্ণদিবস কর্মবিরতিতে যাবো। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও প্রশাসনিক ভবন বন্ধ থাকবে। এছাড়া আমরা অর্থমন্ত্রীর বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।

আসিফ ইকবাল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।