ইবিতে শিক্ষকদের কর্মবিরতি

‘দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো আপস নয়’

কর্মবিরতি পালন করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। সোমবার (১ জুলাই) ক্লাস-পরীক্ষা বর্জনসহ সবধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত ছিলেন তারা। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা বলেন, আমাদের এই আন্দোলন ন্যায্য অধিকারের জন্য। এই স্কিম বাস্তবায়ন হলে শিক্ষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আমরা এই স্কিম প্রত্যাহার না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বো না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো আপস হবে না।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন অবস্থান কর্মসূচির সমাপনী বক্তব্যে বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা, সাংবাদিকরা এবং আমাদের প্রিয় শিক্ষার্থীরা যদি পাশে থাকেন, তাহলে কোনো কুচক্রী মহল এই আন্দোলন নস্যাৎ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজ জেগে উঠেছে। আমাদের আন্দোলন অবশ্যই সফল হবে। আমি সবাইকে আন্দোলনে পাশে চাই।

এদিকে একই দাবিতে কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। এছাড়া তারা প্রশাসন ভবনে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন।

শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়ে ক্যাম্পাস। দপ্তরগুলোতে তেমন কোনো কাজ করতে দেখা যায়নি কর্মকর্তাদের।

মুনজুরুল ইসলাম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।