আইইউটির ৩৬তম সমাবর্তনে সনদ পেলেন ১৪ দেশের ৫৪৩ গ্র্যাজুয়েট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২৮ জুন ২০২৪

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৬তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকালে গাজীপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) পরিচালিত এ বিশ্ববিদ্যালয়ে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করেন।

এ সমাবর্তনে বাংলাদেশসহ ওআইসির ১৪টি দেশের ৫৪৩ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট সনদ দেওয়া হয়। এর মধ্যে ৪৮০ জন শিক্ষার্থী বাংলাদেশের। বাকি ৬৩ জন শিক্ষার্থী ওআইসিভুক্ত ১৩টি দেশের।

আইইউটির ৩৬তম সমাবর্তনে সনদ পেলেন ১৪ দেশের ৫৪৩ গ্র্যাজুয়েট

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট, সিভিল অ্যান্ড ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন প্রোগ্রামের ছয়জন শিক্ষার্থীকে সিজিপিএর ওপর ভিত্তি করে স্বর্ণপদক দেওয়া হয়। এর মধ্যে একজন সর্বোচ্চ সিজিপিএ নিয়ে পান ওআইসি স্বর্ণপদক।

স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আব্দুল্লাহ তাহারাত (ওআইসি স্বর্ণপদক), সিফাত মাহমুদ সিদ্দিক, তাহমিদ আরশীল, রিয়াজ হাসান জোয়ারদার, মামান ইউসুফ খান, ইমেইল হক মুনমুন, ফাতিমা মেহের ও মাইমুনা আক্তার।

আইইউটির ৩৬তম সমাবর্তনে সনদ পেলেন ১৪ দেশের ৫৪৩ গ্র্যাজুয়েট

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম সমাবর্তনে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সমাবর্তন বক্তা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ডারমাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভোস্ট ও এক্সিকিউটিভ ভাইস চ্যান্সেলর ফর অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স অধ্যাপক ড. আতাউল করিম।

সমাবর্তনে বিশেষ অতিথি ছিলেন ওআইসির সেক্রেটারি জেনারেলের প্রতিনিধি ড. আহমেদ কাউইসা স্যানগেনডু। অন্যদের মধ্যে বক্তব্য দেন সৌদি আরবের কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোনজি বিভাগের অধ্যাপক ও আইইউটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সালেহ ইব্রাহিম আল কাসৌমি।

এএএইচ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।