বাকৃবিতে ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভ্যাল শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাকৃবি
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৭ জুন ২০২৪

অডিও শুনুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভ্যাল শুরু হয়েছে। শুক্রবার (৭ জুন) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন অডিটোরিয়ামে বাকৃবি ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে কার্নিভালের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

বাকৃবি ক্যারিয়ার ক্লাবের (বাউসিসি) সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশের সিনিয়র কারিগরি উপদেষ্টা সাসো মার্টিন, শানিরুল ইসলাম শাওন, এফএও বাংলাদেশের সহকারী প্রতিনিধি নূর আহমেদ খন্দকার, এসিআই এনিমেল হেলথের হেড অব বিজনেস মোহাম্মদ আমজাদ হোসেন ও ইনজিনিয়াস ক্রপ সাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ উপস্থিত ছিলেন।

বাকৃবিতে ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভ্যাল শুরু

দ্বিতীয় দিনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), এসিআই, প্রাণ, স্কয়ার, আড়ং ডেইরি, সিপি বাংলাদেশ, নালি গ্রুপ, প্যারাগন গ্রুপ, ব্র্যাক, ড্যানিশ, আফতাব, নাহার এগ্রো, সিনজেনটা, প্রভিটা গ্রপ, কাজী ফার্মসসহ প্রায় ৫০টির মতো কোম্পানির এবং দেশের প্রায় ১০টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্পন্নকারীদের সমন্বয়ে জব ফেয়ার অনুষ্ঠিত হবে।

বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল বলেন, ক্যারিয়ার কার্নিভাল শিক্ষার্থীদের চাকরির বাজার সম্পর্কে ধারণা অর্জন ও কর্মজীবনের বিভিন্ন পথ অন্বেষণ করার এক সুবর্ণ সুযোগ তৈরি করবে। বাকৃবি ক্যারিয়ার ক্লাব ৪০টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠানকে কার্নিভালে আমন্ত্রণ জানিয়েছে যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

আসিফ ইকবাল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।