ইবি রোভার স্কাউটের তিন দিনব্যাপী তাঁবুবাস শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:১০ পিএম, ২২ মে ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলায় দিবব্যাপী এ আয়োজন করে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।

বুধবার (২২ মে) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় সংগীত পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী ও স্কাউট পতাকা উত্তোলন করেন ইউনিট কাউন্সিলের কোষাধ্যক্ষ রোভার দিদারুল ইসলাম রাসেল।

ইবি রোভার স্কাউটের তিন দিনব্যাপী তাঁবুবাস শুরু

এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিট কাউন্সিল সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ, দপ্তর সম্পাদক আবু তালহা আকাশ, তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আজাদ, পাঠাগার ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কুলসুম আক্তার, ছাত্রী বিষয়ক সম্পাদক রত্না রানী কুন্ডুসহ অন্যান্য রোভার, গার্ল-ইন রোভার ও সহচররা।

আয়োজনের প্রথম দিনে রোভারমেট খন্দকার আবু সায়েমের পরিচালনায় উদ্বোধনী ক্রু-মিটিং অনুষ্ঠিত হয়। দুপুরের পর ইউনিট কাউন্সিল সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ স্কাউট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া প্রথমদিন স্কাউট সদস্যরা তাঁবু বাসের জন্য তাঁবু স্থাপনসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করেন।

ইবি রোভার স্কাউটের তিন দিনব্যাপী তাঁবুবাস শুরু

শুক্রবার (২৪ মে) দীক্ষা গ্রহণের মাধ্যমে নবীন সহচররা রোভার সদস্য হিসেবে যুক্ত হবেন। তিন দিনব্যাপী তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান শুক্রবার শেষ হবে।

এ বিষয়ে রোভার স্কাউট বিশ্ববিদ্যালয় ইউনিট কাউন্সিলের সভাপতি মুসা হাশেমী জাগো নিউজকে বলেন, 'দীক্ষা গ্রহণের মাধ্যমে এসব সহচররা স্কাউট আন্দোলনের একজন সদস্য হিসেবে যুক্ত হবেন। আমি আশা করি সদস্যরা একজন দেশপ্রেমী ও নিষ্ঠাবান নাগরিক হিসেবে নিজেদের প্রমাণ করবেন। এবারের আয়োজনে প্রায় অর্ধশত সহচর দীক্ষা গ্রহণ করবেন।'

মুনজুরুল ইসলাম/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।