ইবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় রোটার‍্যাক্ট ক্লাবের স্বেচ্ছাসেবীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে স্বেচ্ছাসেবা ও সামাজিক কার্যক্রমের প্রয়োজনীয়তা নিয়ে ক্যাম্পেইন করেছে রোটার‌্যাক্ট ক্লাব।

শুক্রবার (১০ মে) গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে এ প্রচারণা চালায় সংগঠনটি। এসময় সংগঠনটির সদস্যরা অভিভাবকদের নিকট স্বেচ্ছাসেবার গুরুত্ব তুলে ধরে সন্তানদেরকে স্বেচ্ছাসেবায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

এছাড়াও অভিভাবক ও ভর্তিচ্ছুদের জন্য সুপেয় পানির ব্যবস্থা এনং সংগঠনের কার্যক্রম ও অতিরিক্ত গরমে করণীয় নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে সংগঠনটি।

ক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে সেক্রেটারি দিদারুল ইসলাম রাসেল, কোষাধ্যক্ষ মনির হোসেব, আইসিটি সেক্রেটারি জনি সরকার রিয়াজসহ অন্য সদস্যরা এ কার্যক্রমে অংশ নেন।

ইবিতে অভিভাবকদের মাঝে রোটার্যাক্ট ক্লাবের ক্যাম্পেইন

সংগঠনটির সদস্যরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে অভিভাবকদের কাছে গিয়ে স্বেচ্ছাসেবা ও সামাজিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সন্তানদেরকে সামাজিক সংগঠনে যুক্ত হতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

ক্লাবের সম্পাদক দিদারুল ইসলাম রাসেল বলেন, পরিবার সব থেকে বড় শিক্ষালয়। সেখান থেকে যদি সন্তানদের ইতিবাচক কাজে যুক্ত হতে উৎসাহিত করা হয় তাহলে সেটি বেশি ফলপ্রসু হয়। বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের কাজেই যুক্ত হওয়ার অবারিত সুযোগ থাকে। সামাজিক কার্যক্রমে যুক্ত হলে শিক্ষার্থীরা নেতিবাচক কাজ থেকে দূরে থাকবে। অভিভাবকদের কাছে এ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি।

মুনজুরুল ইসলাম/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।