গুচ্ছ ভর্তি
শাবিপ্রবি কেন্দ্রে ‘সি’ ইউনিটে উপস্থিতি ৯২ শতাংশ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে ৯২ শতাংশ পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
শুক্রবার (১০ মে) পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক আবু সাঈদ আরফিন খান জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।
সদস্য সচিব বলেন, শাবিপ্রবি কেন্দ্রে আবেদনকারী ছিলেন ৭২৯ জন। এর মধ্যে অংশ নিয়েছেন ৬৭১ জন পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালীন যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, স্থানীয় পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত ছিলেন।
এর আগে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ এবং ‘ই’তে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নাঈম আহমদ শুভ/এনআইবি/এএসএম