ঢাবিতে কোড সামুরাই হ্যাকাথন শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১০ মে ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘কোড সামুরাই আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথন’ শীর্ষক প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু হয়েছে।

শুক্রবার (১০ মে) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মিলায়তনে হ্যাকাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান বলেন, হ্যাকাথনের মতো প্রতিযোগিতা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে, যা সর্বোপরি চতুর্থ শিল্প বিপ্লবের লক্ষ্যমাত্রা অর্জনকে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইস্ট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। তিনি বলেন, এই ধরণের প্রতিযোগিতার মাধ্যমে তৈরি প্লাটফর্ম বাংলাদেশের আইটি ইঞ্জিনিয়ারদের বিশ্বমানের করে গড়ে তুলবে এবং এই সুযোগ কাজে লাগিয়ে জাপান তথা বিশ্বের আইটি ডেভেলপমেন্টে সক্রিয় ভূমিকা রাখবে।

ঢাবিতে কোড সামুরাই হ্যাকাথন শুরু

প্রতিযোগিতায় দেশের ২৭ টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) শিক্ষার্থীদের ৪৬টি দল অংশ নিচ্ছে, যারা প্রথমে দুইটি পর্বের প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের ৪০টি আইটি কোম্পানির ৮৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং ১৫টি কোম্পানি তাদের কর্মস্থলের আইটি কাজের ধরণ ও সুযোগ সম্পর্কে প্রেজেন্টেশন প্রদান করেন। মিস্টার সাগাওয়ারা, জেনারেল ম্যানেজার অফ মারুবেনি বাংলাদেশের আইটি ইঞ্জিনিয়ারদের প্রশংসা করেন এবং বাংলাদেশ থেকে আরও বেশি পরিমানে আইটি ইঞ্জিনিয়ার তৈরির জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। এছাড়াও বক্তব্য প্রদান করেন কোড সামুরাই এর যুগ্ম আহ্বায়ক ইয়াসুহিরো আকাশি, সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ডিন অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু। সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব রেদোয়ান আহমেদ রিজভী।

উদ্বোধনের পর শুক্রবার সকাল ১১টায় সিএসই বিভাগের ল্যাবে প্রতিযোগিতা শুরু হয়। টানা ২৪ ঘণ্টার এ হ্যাকাথন আগামীকাল শনিবার (১১ মে) সকাল ১১টা পর্যন্ত চলবে। প্রতিযোগিতা চলাকালে শিক্ষক, গবেষক, প্রকৌশলী ও সংশ্লিষ্ট খাতের পেশাজীবীদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল প্রতিযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ ও বিচার করবেন। শনিবার বিকেল ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে হ্যাকাথনের সমাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

হাসান আলী/এসআইটি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।