গুচ্ছ ভর্তি পদ্ধতিতে সন্তুষ্ট শিক্ষার্থী-অভিভাবকরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০১:০২ পিএম, ১০ মে ২০২৪

গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভর্তিচ্ছু ও তাদের সঙ্গে আসা অভিভাবকরা।

শুক্রবার (১০ মে) গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসা ভর্তিচ্ছু ও অভিভাবকদের সঙ্গে কথা হলে তারা নিজেদের মূল্যায়ন তুলে ধরেন। এতে অভিভাবকদের অধিকাংশই গুচ্ছ ভর্তি পদ্ধতির প্রশংসা করেন।

তারা বলেন, আগের পদ্ধতিতে ঘুরে ঘুরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া কঠিন হতো। এখন সহজেই একটি ভর্তি পরীক্ষা দিয়ে সব বিশ্ববিদ্যালয়ে সুযোগ মিলছে। এতে শারীরিক কষ্ট কম হয় ও অর্থও সাশ্রয় হয়।

রাজিয়া সুলতানা নামের এক শিক্ষার্থী বলেন, আমরা যারা মেয়ে শিক্ষার্থী তাদের ঘুরে ঘুরে পরীক্ষা দেওয়া অনেক কঠিন। পরিবার থেকে দূরে যেতে দিতে চায় না। তাই বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাই দেওয়া হতো না। এখন এক পরীক্ষা দিয়েই সব জায়গায় ভর্তির সুযোগ হচ্ছে। এটি সত্যিই প্রশংসার দাবিদার।

তবে বেশ কয়েকজন অভিভাবক গুচ্ছের নেতিবাচক বিষয়ও তুলে ধরেন। তাদের দাবি, দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীরা কোথায় ভর্তি হবে এ নিয়ে দ্বিধায় পড়ে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আশায় অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে না। কিন্তু কার্যক্রমে দেরি হওয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলে তখন ডিগ্রিতে ভর্তি ছাড়া উপায় থাকে না।

ভর্তিচ্ছু ছেলেকে নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসা মাহফুজুর রহমান নামের এক অভিভাবক বলেন, আগে একেক বিশ্ববিদ্যালয়ে ঘুরে ঘুরে পরীক্ষা দিতে হতো এখন এ সমস্যা নেই। এটা গুচ্ছ পদ্ধতির একটা বড় সুফল। বিশেষ করে দরিদ্র পরিবারের জন্য এটা অনেক ভালো হয়েছে।

অন্য এক অভিভাবক বলেন, গুচ্ছ প্রক্রিয়া খুবই খুশি হয়েছি। এতে ভোগান্তি কমেছে। আমি চাই আগামীতেও গুচ্ছ থাকুক।

দিলারা খানম নামের এক অভিভাবক বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ভোগান্তি অনেক কমেছে। কিন্তু পরবর্তী ভর্তি কার্যক্রম নিয়ে কিছুটা জটিলতা আছে। তবে ধীরে ধীরে এগুলো কমবে বলে মনে করি।

রাসেদুল ইসলাম নামের এক অভিভাবক বলেন, গুচ্ছ পদ্ধতির ফলে পরীক্ষা দিতে দূরে যেতে হচ্ছে না। বাড়ির কাছের কেন্দ্রে পরীক্ষা দেওয়া যাচ্ছে।

শেলিনা আক্তার নামের এক অভিভাবক বলেন, গুচ্ছ পদ্ধতির জন্য পরীক্ষার্থী ও অভিভাবকরাও অনেক চিন্তার মধ্যে থাকে কোথায় চান্স হবে তা নিয়ে। অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য। বিশ্ববিদ্যালয়ে চান্স না হলে তাদের ডিগ্রিতে ভর্তি ছাড়া উপায় থাকবে না। বিশেষ করে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছে তাদের সমস্যাটা বেশি। অন্য সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে গুচ্ছ পরীক্ষা হলে ভালো হয়।

মুনজুরুল ইসলাম/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।