বাকৃবিতে ক্যারিয়ার টক অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে ব্র্যাক ব্যাংকের আয়োজনে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ব্র্যাক ব্যাংকের আয়োজনে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (বাউসিসি) সহযোগিতায় ক্যারিয়ার টক অনুষ্ঠিত হয়েছে।

ক্যারিয়ার ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল। এসময় আরও উপস্থিত ছিলেন সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মুস্তারি, সহকারী প্রক্টর ড. আরিফ সাকিলসহ প্রায় দুইশত শিক্ষার্থী।

বাকৃবিতে ক্যারিয়ার টক অনুষ্ঠিত

এছাড়া অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং এসএমই প্রধান সৈয়দ আব্দুল মোমেন ও ব্র্যাক ব্যাংকের নতুন মানব সম্পদ বিভাগের প্রধান আখতারউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন। এসময় তারা ব্র্যাক ব্যাংকে ক্যারিয়ার ও দেশের উন্নয়নে ব্যাংকের ভূমিকা নিয়ে নানাবিধ আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল আউয়াল বলেন, জব হান্টিং করার বিষয়টি প্রতিটি দেশেই বিদ্যমান। আমি তাদের শুভকামনা জানাই যারা কৃষির সঙ্গে অন্যান্য সেক্টরে কাজ করার মাধ্যমে দেশ ও জাতিকে সেবা দান করবেন।

আসিফ ইকবাল/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।