চবিতে ভর্তির সময় ডোপ টেস্ট করাতে হবে

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক চবি প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৩ এএম, ০৬ মে ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এখন থেকে ভর্তির সময় শিক্ষার্থীকে ডোপ (মাদক) টেস্ট করাতে হবে। এতে মাদক গ্রহণের প্রমাণ পাওয়া গেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও ওই শিক্ষার্থী ভর্তি হতে পারবেন না।

রোববার (৫ মে) ভর্তি সংক্রান্ত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।

তিনি বলেন, চলতি বছর (২০২৩-২৪) থেকেই এটি কার্যকর হবে। নতুন যারা ভর্তি হবে সবাইকে ডোপ টেস্ট দিতে হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এ টেস্ট নেবেন। তবে এ বিষয়ে বর্তমান শিক্ষার্থীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

আহমেদ জুনাইদ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।