শ্রমিক দিবসে ঢাবিতে মূকাভিনয় প্রদর্শনী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ০১ মে ২০২৪

শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকের অধিকার আদায় ও শ্রম সচেতনতার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মূকাভিনয় প্রদর্শনী ও র‍্যালি হয়েছে।

বুধবার (১ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা) ও অরগানাইজেশন ফর ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যান্ড এনভাইরনমেন্টাল কনজারভেশন (ওসিআরইসি)-এর যৌথ উদ্যোগে প্রদর্শনী ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাবি মাইম অ্যাকশনের সভাপতি নিয়াজ মাকদুম সিনা এবং ওসিআরইসি’র নির্বাহী সদস্য আবু সাদাত মো. সায়েম বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে বক্তারা শ্রমিক অধিকার, শিশুশ্রম বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রাখেন। আলোচনা শেষে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন দুটি মূকাভিনয় প্রদর্শন করে। আলোচনা ও মূকাভিনয় শেষে র‍্যালির মাধম্যে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

মূকাভিনয় প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সাবেক সভাপতি শাহরিয়ার শাওন, ওসিআরইসি’র নির্বাহী সদস্য সানওয়ারুল হক সনি, মাইম ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।

হাসান আলী/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।