অবন্তিকার আত্মহত্যা: এক মাস পরও জমা হয়নি জবির তদন্ত প্রতিবেদন
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার পর পার হয়েছে এক মাসেরও বেশি সময়। তবে এখনো এ ঘটনায় প্রতিবেদন জমা দিতে পারেনি বিশ্ববিদ্যালয়ের গঠন করা তদন্ত কমিটি। ঠিক কবে নাগাদ প্রতিবেদন জমা দেওয়া হতে পারে তাও নিশ্চিত নয় কমিটি।
শুক্রবার (১৯ এপ্রিল) কথা হয় তদন্ত কমিটির আহ্বায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেনের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, ‘তদন্তের স্বার্থে পুলিশের কাছ থেকে কিছু তথ্য চেয়েছি। তবে তথ্য না পাওয়ায় আমরা প্রতিবেদন দিতে পারছি না।’
তদন্ত প্রতিবেদন জমা দিতে আর কতদিন লাগবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের রিপোর্ট পুলিশের ওপর নির্ভর করছে। ওইটা (তথ্য) হাতে পাওয়ার পর বলতে পারবো কত সময়ের মধ্যে আমরা রিপোর্ট জমা দিতে পারবো। আত্মহত্যার ঘটনা তদন্তে শিক্ষক-শিক্ষার্থী-হাউস টিউটর ও প্রক্টরসহ ৪০-৪৫ জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে অনেককে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- জবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল হোসেন (সদস্য), আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এসএম মাসুম বিল্লাহ (সদস্য), সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ (সদস্য) এবং আইন বিভাগের ডেপুটি রেজিস্ট্রার অ্যাডভোকেট রঞ্জন কুমার দাস (সদস্য সচিব)।
আরও পড়ুন
- অবন্তিকার আত্মহত্যা, রিমান্ড শেষে কারাগারে দ্বীন ইসলাম
- অবন্তিকার মায়ের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক তদন্ত কমিটির
এ কমিটি গঠন করার পর গত ২২ মার্চ কমিটির ৫ সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে কুমিল্লায় অবন্তিকাদের বাসায় যান। অবন্তিকার মা তাহমিনা শবনমের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন তারা। বৈঠকে অবন্তিকার মায়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য নেন। পরে তারা কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গিয়ে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও শিক্ষার্থী আম্মান সিদ্দিকীর সঙ্গেও কথা বলেন।
এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করা হয় তদন্ত কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ। তিনি বলেন, ‘আমি এখন অনুষ্ঠানে আছি, আপনার সঙ্গে পরে কথা বলবো।’
গত ১৫ মার্চ রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকী নামে এক সহপাঠিকে দায়ী করে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা। এ ঘটনায় অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। ১৬ মার্চ জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেনকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি উচ্চমান তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরএএস/কেএসআর/এএসএম