এআইইউবিতে পোস্টার প্রতিযোগিতা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:২২ পিএম, ২১ মার্চ ২০২৪

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ডিসকভারিং বাংলাদেশ থ্রু দ্যা লেন্স অব পোস্টার শীর্ষক পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এআইইউবি’এর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামাজিক বিজ্ঞান বিভাগের আয়োজনে সম্প্রতি এআইইউবি ক্যাম্পাসে এ প্রতিযোগিতা হয়।

পোস্টার প্রতিযোগিতায় বাংলাদেশের জনগণ, সাংস্কৃতিক বৈচিত্র, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, ভূগোল, পর্যটন, উন্নয়ন, ডিজিটাল অগ্রগতি, নতুন জাতি হিসেবে আবির্ভাব, সামাজিক কাঠামো, শিল্পকলা, উৎসব এবং রাজনীতিসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এআইইউবির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় আরও বক্তব্য দেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম।

পোস্টার প্রতিযোগিতার সমন্বয় করেন সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান ড. বুদ্ধদেব বিশ্বাস এবং বাংলাদেশ স্টাডিজ কোর্সের সমন্বয়কারী মিসেস ফারহানা আফরোজ।

পোস্টার প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সার্টিফিকেট ও বই দেওয়া হয়।

এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।