রাবিতে শেষ হলো ছায়া জাতিসংঘ সম্মেলন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

অডিও শুনুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চার দিনব্যাপী সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলন শেষ হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (আরইউমুনা) সভাপতি মো. মুজাহিদ তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. আব্দুস সালাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মির্জা এএফএম রাশেদুল হাসান, আরইউমুনার উপদেষ্টা ও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক হেমন্ত কুমার ভদ্র, সাবেক সেক্রেটারি জেনারেল শাহরিয়ার ইমন ও ইমরুল হাসান, ডেপুটি সেক্রেটারি জেনারেল মেহেদী হাসান শুভ উপস্থিত ছিলেন।

jagonews24

এবারের সম্মেলনে দেশের প্রায় ৫০ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা আটটি গ্রুপে ভাগ হয়ে নির্দিষ্ট আলোচ্যসূচি অনুযায়ী চতুর্থ শিল্প বিপ্লবের বিষয় ও সমস্যাগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করে।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শ্রেষ্ঠ প্রতিনিধিদের চার ক্যাটাগরিতে মোট ২৮ জনকে ক্রেস্ট দেওয়া হয়।

এর আগে ১৫ ফেব্রুয়ারি থেকে চার দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। সম্মেলনটির মিডিয়া পার্টনার ছিলেন জনপ্রিয় অনলাইন পোর্টাল জাগো নিউজ ২৪ কম, যমুনা টেলিভিশন এবং রেডিও পার্টনার হিসেবে ছিলেন রেডিও কার্নিভাল।

আরইউমুনার সভাপতি মো. মুজাহিদ তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. আব্দুস সালাম।

মনির হোসেন মাহিন/আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।