শাবিপ্রবিতে চাকরিমেলায় অংশ নিচ্ছে প্রাণসহ ৩৫ কোম্পানি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ৫ম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে জবফেস্ট। এ জবফেস্টে প্রাণ-আরএফএলসহ দেশি-বিদেশি ৩৫টিরও বেশি কোম্পানি তিন শতাধিক চাকরির সুযোগ নিয়ে আসছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১টায় এ বিষয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেন ক্যারিয়ার ক্লাবের নেতারা।

এসময় ক্লাব সভাপতি সাকিব হাসান রাসেল বলেন, প্রতি বছরের মতো এবারও দুই দিনব্যাপী জবফেস্টের আয়োজন করেছে সাস্ট ক্যারিয়ার ক্লাব। এটি ক্যারিয়ার ক্লাবের ৫ম জবফেস্ট। আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে সকাল ৯টায় জবফেস্ট শুরু হবে।

এবারের জবফেস্টে অংশ নেবে প্রাণ-আরএফল, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নাভানা, লাফার্জ হোলসিম বাংলাদেশ, লাইট ক্যাসল পাটনার্স, আড়ং, এপেক্স, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম, শেভরন বাংলাদেশ, হা-মিম গ্রুপ এবং ক্রাউন সিমেন্টসহ ৩৫টি ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানি।

জবফেস্টের প্রথমদিন (৩১ জানুয়ারি) চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে সিভি জমা নেওয়া হবে। ওইদিন বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে করপোরেট ক্যারিয়ার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হবে। পরদিন (১ ফেব্রুয়ারি) পদ শূন্যতার ভিত্তিতে সিভি জমা নিয়ে বিভিন্ন কোম্পানি নির্বাচিতদের ভাইভা নেবে।

নাঈম আহমদ শুভ/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।