হাফ ভাড়া না নেওয়ায় ৫ বাস আটকে দিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা
হাফ ভাড়া না নেওয়ার অভিযোগে ভিআইপি ও বিকাশ পরিবহনের পাঁচটি বাস আটকে দিয়েছেন ঢাকা কলেজের ছাত্ররা।
সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা এসব বাস আটকে কলেজের পাশের নায়েমের গলিতে নিয়ে যান।
আটকে রাখা বিকাশ পরিবহনের বাসের দুটির নম্বর হলো ঢাকা মেট্রো-ব ১৩০৬৫৮, ১৩-১০৩১ এবং ভিআইপি সিটি সার্ভিসের তিনটি বাসের নম্বর হলো ঢাকা মেট্রো ব ১২০৩৯৪, ১১-৭১৪১, ১১-৮২১৬।
আরও পড়ুন: হাফ ভাড়া শিক্ষার্থীদের দাবি নয় অধিকার: যাত্রী কল্যাণ সমিতি
শিক্ষার্থীরা বলছেন, কলেজের সামনের রাস্তা দিয়ে বাসগুলো চলাচল করলেও তারা অনেক সময় হাফ ভাড়া নেয় না। এমনকি শিক্ষার্থীদের সঙ্গে বাসের স্টাফরা খারাপ ব্যবহার করেন। হাফ ভাড়া দিতে চাইলে বাসের মধ্যে অন্য যাত্রীদের সামনে নানাভাবে হয়রানি ও লাঞ্ছিত করা হয়। তাই তারা বাধ্য হয়ে বাস আটকে দেন।
নিয়ামত হোসেন নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের প্রায়ই বাসে হয়রানির শিকার হতে হয়। হাফ ভাড়া নিতে চায় না। উল্টো খারাপ ব্যবহার করে। এসব বিষয় নিয়ে ক্ষুব্ধ ছাত্ররা বাস আটকে দিয়েছেন।
আরও পড়ুন: যেদিন গণপরিবহনে হাফ ভাড়া নেই
বিষয়টি নিয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওবায়দুল করিম বলেন, আমরা শুনেছি শিক্ষার্থীরা পাঁচটি বাস আটকে দিয়েছে। বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করছি। নিউমার্কেট থানা পুলিশের কর্মকর্তা এবং দুটি বাসের সংশ্লিষ্ট লাইনম্যান ঘটনাস্থলে এসেছেন। সবার সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।
এনএস/জেডএইচ/জেআইএম