রাবির সমন্বিত হল সমাপনী ২৫ জানুয়ারি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০৯ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সমন্বিত হল সমাপনী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৮ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠানের প্রচার বিষয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে ২০০ টাকা ফি দিয়ে নিজ হল থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। বর্তমানে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সময়ই ২০০ টাকা হল সমাপনী ফি বাবদ নেওয়া হলেও, আগে এমনটা হতোনা। এজন্য ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের থেকে ফি টা নেওয়া হচ্ছে।

ড. শরিফুল ইসলাম আরও বলেন, অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য (প্রশসন) অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. হুমায়ুন কবির। এছাড়া সকল হলের প্রাধ্যক্ষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

মনির হোসেন মাহিন/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।