ঢাবিতে কোটায় আবেদনের সুযোগ পাচ্ছেন না লিঙ্গ পরিবর্তনকারীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১০:০০ পিএম, ০৪ জানুয়ারি ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তিতে ট্রান্সজেন্ডার/হিজড়া কোটার বিষয়ে তৈরি হওয়া বিভ্রান্তি স্পষ্ট করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, স্বেচ্ছায় লিঙ্গ পরিবর্তনকারীরা এ কোটার অধীনে ভর্তি হতে পারবেন না। শুধুমাত্র জন্মগতভাবে লিঙ্গ বৈচিত্র্যের অধিকারী শিক্ষার্থীরা ট্রান্সজেন্ডার/হিজড়া কোটায় ভর্তির আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় জানায়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে ট্রান্সজেন্ডার/হিজড়া কোটা প্রচলন করা হয়। কেবলমাত্র জন্মগতভাবে লিঙ্গ বৈচিত্র্যের অধিকারী শিক্ষার্থীরা ট্রান্সজেন্ডার/হিজড়া কোটায় ভর্তির আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে কোটা শনাক্তকরণে সরকারের সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত হিজড়া পরিচয়পত্র অবশ্যই দাখিল করতে হবে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি থেকে ট্রান্সজেন্ডার শব্দটি বাদ দিতে মানববন্ধন এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভার্স্কযের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

সেসময় শিক্ষার্থীরা বলেছিলেন, সমাজে তারাই কোটা দাবি করতে পারে, যারা সমাজে অনগ্রসর গোষ্ঠী। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজড়া এবং ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জন্যও কোটা রয়েছে। কিন্তু যারা স্বেচ্ছায় নিজেদের বিকৃত করে অনগ্রসর সোসাইটিতে পরিণত করে, তাদের কখনোই আমরা এ সাংবিধানিক সুযোগ নিতে দেবো না।

তারা বলেছিলেন, হিজড়া আর ট্রান্সজেন্ডার এক না। ট্রান্সজেন্ডার কালচার এলজিবিটি এর অন্তর্ভুক্ত। অতএব ট্রান্সজেন্ডার কোটা দেওয়া মানে এলজিবিটি কালচারকেই প্রমোট করা বা এর প্রচার প্রসারেরই নামান্তর।

আল সাদী ভূঁইয়া/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।