জবি উপাচার্যের সঙ্গে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৩ এপ্রিল ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সঙ্গে ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের (শিলচর) প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার সকাল ১০টায় জবি উপাচার্যের কার্যালয়ে অতিথিরা এ সাক্ষাৎ করেন।

আসাম বিশ্ববিদ্যালয়ের প্রডতজওহরলাল নেহেরু অব ম্যানেজমেন্টের ডিন অধ্যাপক ড. অপূর্ব মজুমদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামানসহ অন্যান্য অতিতিবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভার্চুয়াল ক্লাস রুমে শিক্ষা গ্রহণ, মতবিনিময়সহ গবেষণা কার্যক্রম পরিচালনা, ফেলোশিপ, প্রি-ডক্টরেল অ্যাওয়ার্ড প্রদান, একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম ইত্যাদি কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।

এসএম/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।