ঢাবির কলাভবনের ওয়াশরুম থেকে দুই ‘ককটেল’ উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৬ নভেম্বর ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের ওয়াশরুম থেকে দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা যায়।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের নিচতলায় ১১০৬ নম্বর রুম (যা ওয়াশরুম হিসেবে ব্যবহৃত হচ্ছে) থেকে এ ককটেল উদ্ধার করে পুলিশ।

বিশ্ববিদ্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কলাভবনের নিচতলায় ১১০৬ নম্বর রুমের ওয়াশরুমে নিরাপত্তা প্রহরী মো. আলী হোসেন দুটি ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে প্রক্টরকে জানান। পরে কর্তৃপক্ষ শাহবাগ থানাকে জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শনে আসেন পুলিশ।

ঢাবির কলাভবনের ওয়াশরুম থেকে দুই ‘ককটেল’ উদ্ধার

এরপর বেলা ১০টা ৪০ মিনিটের দিকে শাহবাগ থানা পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি উদ্ধার করে নিয়ে যায়।

এ ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করলেও বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আল সাদী ভূঁইয়া/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।