শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসার পথে জবির বাসে ভাঙচুর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১:৩৯ এএম, ৩১ অক্টোবর ২০২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নচূড়া বাসে হামলা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে শিক্ষার্থীদের নিয়ে বাসটি গেন্ডারিয়া অতিক্রম করার সময় অতর্কিত পাথর হামলার শিকার হয়। তবে এসময় বাসে থাকা কোনো শিক্ষার্থী আহত হয়নি।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, সকালে বাসটি নারায়ণগঞ্জ থেকে শিক্ষার্থীদের নিয়ে আসে। সকাল ৮টার দিকে গেন্ডারিয়ায় আসলে অবরোধকারীরা পাথর ঢিল ছুড়ে মারেন। এসময় বাসের দুটি গ্লাস ভেঙে যায়। তবে শিক্ষার্থীরা সবাই সুরক্ষিত আছে। বাস এরই মধ্যেই ক্যাম্পাসে পৌঁছায়।

বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জীবন বলেন, এটা কেমন রাজনৈতিক স্বাধীনতা। যেখানে জনসাধারণতো বাদই দিলাম, সেখানে একটা পাবলিক বিশ্বিবদ্যালয়ের বাসও নিরাপদ না। যেখানে শত শত শিক্ষার্থী ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে যাবে, সে নিরাপত্তা নেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের বাস রাষ্ট্রীয় সম্পদ। এ ঘটনায় গেন্ডারিয়া থানাকে আমরা জানিয়েছি। বিশ্ববিদ্যালয় থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরএ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।