ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবির র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩০ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৩

অডিও শুনুন

পবিত্র ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় অনুষদ ভবনের সামনে থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক ও প্রশাসন ভবন হয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এসময় র‍্যালিতে নাতে রাসূল ও আবেগঘন দুরুদ পাঠের মধ্য দিয়ে নবি (সা.) এর প্রতি অনুভূতি ও ভালোবাসা প্রকাশ করেন শিক্ষার্থীরা।

র‍্যালি শেষে মসজিদে 'সিরাতুন-নবি (সা.) ও বাস্তবিক জীবনে তার প্রয়োগ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কাউসার মো. বাকী বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান। এসময় মহানবি হযরত মোহাম্মদ (সা.) এর জীবনের বিভিন্ন দিক ও বাস্তবিক জীবনে তার প্রয়োগ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

jagonews24

আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নিয়াজ মাখদুমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন, 'রাসূল (সা.) শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। তিনি এমন একটি সমাজে জন্ম নিয়েছিলেন যেখানে ন্যায়, আতিথেয়তা ছিল না। চারদিক ছিল অন্ধকারে নিমজ্জিত। কিন্তু তিনি আমাদেরকে ত্যাগ, পরমতসহিষ্ণুতা এবং অন্যকে যোগ্য মর্যাদা দেওয়া শিখিয়েছেন। তিনি মানুষের জন্য আদর্শ। তিনি হলেন পৃথিবীবাসীর জন্য সবচেয়ে বড় উপহার। আমাদের ব্যক্তিজীবনে, সমাজজীবনে এবং রাষ্ট্রীয় জীবনে তার জীবনী অনুসরণ করতে হবে।'

তিনি আরও বলেন, রাসূলের আদর্শকে সবার মধ্যে ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের সকল স্তর থেকে সকলের সমন্বিত অংশগ্রহণে এ ধরনের আয়োজন করতে হবে। শিক্ষার্থীদেরকে সিরাত পড়তে হবে এবং সেমিনার, বক্তৃতা প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন করতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য প্রদান করেন আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুসা হাসেমী। পরে আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এসটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।