ইউআইটিএসে নানা আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:১১ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

বর্ণাঢ্য আয়োজনে সাত দিনব্যাপী বিশ্ব ফার্মাসিস্ট দিবস- ২০২৩ উদযাপন করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেসের (ইউআইটিএস) ফার্মেসি বিভাগ। গত ১৮ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে বিতর্ক প্রতিযোগিতা, ফার্মা অলিম্পিয়াড, ক্যারিয়ার বিষয়ক সেমিনার, ফটোগ্রাফি কনটেস্ট, বিভিন্ন ধরনের ইনডোর এবং আউটডোর গেমসের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

সোমবার (২৫ সেপ্টেম্বর) এ উপলক্ষে এক র‌্যালি আয়োজন করে ইউআইটিএস ফার্মেসি বিভাগ। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাজ অডিটোরিয়ামে কেক কাটার মাধ্যমে শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম এবং রেজিস্ট্রার মো. কামরুল হাসান। সভায় ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. মোফাজ্জল হোসেন।

jagonews24.com

প্রধান অতিথি অধ্যাপক ড. আবু হাসান ভুঁইয়া তার বক্তব্যে স্বাস্থ্যখাতে ফার্মাসিস্টদের অপরিহার্য ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, গুণগত মানসম্পন্ন ওষুধ তৈরির মাধ্যমে ফার্মাসিস্টরা মানুষের মৌলিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ বলেন, ফার্মাসিস্টরা মানুষের জীবন রক্ষাকারী ওষুধ তৈরি করেন। সুতরাং কাজের ক্ষেত্রে কখনো ভুল করা যাবে না। কাজ করতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য।

আলোচনা সভার সমাপনী বক্তব্যে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পর পেটেন্ট জনিত বিষয় নিয়ে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে সে বিষয়ে আলোকপাত করেন বিভাগীয় প্রধান মো. মোফাজ্জল হোসেন। একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ কতটা এগিয়ে যাচ্ছে এ বিষয়েও আলোচনা করেন তিনি। হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে ফার্মাসিস্ট নিয়োগের বিষয়ে তিনি জোরালো ভাবে বলেন, একজন রোগীর পরিপূর্ণ সেবা পাওয়ার বা সুস্থ হওয়ার জন্য ফার্মাসিস্টদের উপস্থিতি অত্যাবশ্যক।

এরপর সপ্তাহব্যাপী চলমান ‘ফার্মা উইক ২০২৩’ আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

কেএসআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।