‘তালেবানি কালচার’ নিয়ে আমি খুবই গৌরবান্বিত: শাবিপ্রবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, এখানে (শাবিপ্রবি) ওপেন কালচার ছিল। ছেলেমেয়েরা যা খুশি তাই করতে পারতো। কেউ কিছু বলতে পারতো না। কারণ তাদের বয়স ১৮ বছর। কিন্তু আমি বলছি সাড়ে ১০টার দিকে হলে ঢুকতে হবে। তারা এটার নাম দিছে ‘তালেবানি কালচার’। তালেবানি কালচার নিয়ে আমি খুব গৌরবান্বিত। আমি এটা নিয়ে থাকতে চাই। আমি ওপেন কালচার চাই না।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে তথ্য অধিকার বিষয়ক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপাচার্য আরও বলেন, ‘আপনারা চান কি না আমি জানি না। আমি চাই না আমার ছেলেমেয়েরা, সন্তানরা (রাত) ১২টা পর্যন্ত ঘুরে বেড়াক। তাদের বাবা- মায়েরা সারারাত ঘুরে বেড়ানোর জন্য পাঠায়নি। বাপ-মায়েরা কিন্তু উৎকণ্ঠার মধ্যে থাকে, টেনশনে থাকে আমার মেয়ে কোথায় আছে, ছেলে কোথায় আছে। সেজন্য তাদের দায়িত্ব আমরা নিয়েছি। আমরা তাদের গার্জিয়ান, আমরা তাদের হেফাজতকারী। আমরা কিন্তু ওই জিনিসটা অ্যালাউ করবো না, কোনোভাবেই করবো না। যে যাই বলে থাকুক, কোথায় থেকে উদ্ভট কথাবার্তা আসে আমি জানি না।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান। আলোচক হিসেবে ছিলেন মঞ্জুরি কমিশনের তথ্য অধিকারের ফোকাল পয়েন্ট এবং জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এপিএ কমিটির বিশ্ববিদ্যালয় ফোকাল পয়েন্ট এবং উপ-রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক।

নাঈম আহমদ শুভ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।