মেসে গাঁজা সেবন, খুলনা বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩

মাদক সেবনের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চার ছাত্রকে সাময়িক বহিষ্কার, ১০ হাজার টাকা করে জরিমানা ও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কার হওয়া ছাত্ররা নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের দ্বিতীয় ও তৃতীয় বর্ষে অধ্যয়নরত। তবে ওই ছাত্রদের ভবিষ্যৎ বিবেচনায় তাদের নাম প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও তার টিম ক্যাম্পাস সংলগ্ন কয়েকটি মেসে অভিযান পরিচলানা করেন। অভিযানে চার ছাত্রকে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। এজন্য তাদের আর্থিক জরিমানা ও তিন টার্মের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাদের কারণ দর্শানো নোটিশের জবাব অভিভাবকদের সঙ্গে নিয়ে দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

আলমগীর হান্নান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।