র‌্যাগিংয়ের দায়ে শাবিপ্রবির দুই শিক্ষার্থী বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৭:১০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৩

র‌্যাগিংয়ের দায়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।

রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, র‌্যাগিংয়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ইসরাত জাহান ও জহিরুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা দুজন প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

আরও পড়ুন: র‌্যাগিংয়ে অসুস্থ দুই ছাত্রী, তিনজনকে বহিষ্কার 

প্রক্টর বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক হিসেবে আছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুন। সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর ড. আহসান হাবীব ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মো. ওমর ফারুক।

গত ৩১ আগস্ট নিজ বিভাগে নবীনবরণ শেষে প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীকে র‌্যাগ দেওয়ার অভিযোগ ওঠে ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।

নাঈম আহমদ শুভ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।