শাহজালাল বিশ্ববিদ্যালয়
বিনামূল্যে রক্ত পরীক্ষা করে ভর্তিচ্ছুদের পাশে ‘সঞ্চালন’
অডিও শুনুন
স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে আসা যেসব শিক্ষার্থী রক্ত সনদ নিয়ে আসেননি তাদের বিনামূল্যে রক্ত পরীক্ষা করে সনদ দিয়ে সহযোগিতা করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রক্তদান বিষয়ক সংগঠন ‘সঞ্চালন’র স্বেচ্ছাসেবীরা।
রোববার (২৭ আগস্ট) সকালে ২০২২-২৩ সেশনে চূড়ান্ত ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতার জন্য তাদের এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন ও ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামের বাম পাশে সংগঠনের স্বেচ্ছাসেবীরা রক্তের গ্রুপ পরীক্ষা করার জন্য বুথ বসিয়েছেন। সিরিয়াল অনুযায়ী শিক্ষার্থীরা এক এক করে আসছেন। স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করা হচ্ছে। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের হাতে সনদ ধরিয়ে দিচ্ছেন তারা।
সংগঠনের সভাপতি শাহরিয়ার মাহমুদ সুস্ময় বলেন, ভর্তি হতে আসা যেসব শিক্ষার্থী রক্ত সনদ নিয়ে আসেননি তাদের সহযোগিতা করার জন্য আমরা এ কর্মসূচির আয়োজন করেছি। এতে আমরা সবাই অনেক আনন্দিত।
সঞ্চালনের সাধারণ সম্পাদক মহসিন মিয়া বলেন, রক্তের গ্রুপ বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টে ব্যবহার করা হয়। সঞ্চালন প্রায় প্রতিবছর ভর্তি কমিটির অনুমতি নিয়ে ভর্তি কার্যক্রমে রক্তের গ্রুপ নির্ণয় করছে।
চূড়ান্ত ভর্তি চলাকালীন প্রতিদিনই সংগঠনের এ কার্যক্রম চলমান থাকবে।
নাঈম আহমদ শুভ/এসআর/জিকেএস