কাফনের কাপড় পরে আন্দোলন, সাত কলেজের ৭ শিক্ষার্থী ঢামেকে

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৭ আগস্ট ২০২৩
অসুস্থ হয়ে পড়া এক শিক্ষার্থী ঢামেকে

রাজধানীর নীলক্ষেত মোড়ে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্য থেকে সাতজন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। দুপুর ২টার দিকে তাদের ঢামেক হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ভর্তি নেওয়া হয়েছে মেডিসিন ওয়ার্ডে।

অসুস্থরা হলেন মো. শাহরিয়ার আলম (২৪), মো. তকিবুর রহমান বাপ্পি (২৪), মোছা. সোনিয়া আক্তার (২৩), মো. মাহবুব প্লাবন (২৪), মো. রাজিব (২২), মো. সাদেক বাপ্পি (২৪) ও ইয়াসিন আলী সাগর (২৪)।

রোববার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে পাঠানো হয় নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে।

Student-2.jpg

আরও পড়ুন: কাফনের কাপড় পরে আন্দোলনে সাত কলেজ শিক্ষার্থীরা

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নীলক্ষেত মোড় এলাকা থেকে অসুস্থ হয়ে সাতজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তাদের চিকিৎসা দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমীন/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।