আবারও ৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা কলেজ
প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৭ আগস্ট ২০২৩

সিজিপিএর শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবি মেনে না নেওয়ায় আবারও নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

রোববার (২৭ আগস্ট) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে মিরপুর রোডের নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা।

আরও পড়ুন> এক দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, এক দফা দাবিতে আন্দোলনের জন্য নীলক্ষেত মোড় অবরোধ করেছেন তারা। এর আগেও বিভিন্ন সময়ে আন্দোলন করলেও কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়নি। তাই বাধ্য হয়ে আবারও নীলক্ষেত মোড় অবরোধ করেছেন তারা।

আরও পড়ুন> কাফনের কাপড় জড়িয়ে আন্দোলনে ৭ কলেজ শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থীর প্রথমবর্ষ থেকে দ্বিতীয় বর্ষে সিজিপিএ ২, দ্বিতীয় থেকে তৃতীয় বর্ষে সিজিপিএ ২.২৫ এবং তৃতীয় থেকে চতুর্থ বর্ষে প্রমোশন পেতে ২.৫ পেতে হবে। তা না হলে ওই শিক্ষার্থীকে আবারও আগের বর্ষে থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের এই নিয়মের ফলে অনেক শিক্ষার্থী সব বিষয়ে পাস করেও পরবর্তী বর্ষে উত্তীর্ণ হতে পারছেন না।

এর আগেও বেশ কয়েকবার নীলক্ষেত মোড় অবরোধ করে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে একই দাবিতে আন্দোলন করে এসব শিক্ষার্থী। তবে বিষয়টির সুরাহা হয়নি।

নাহিদ হাসান/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।