ষষ্ঠবারের মতো সমাবর্তনের ঘোষণা দিলেন চবি উপাচার্য
ষষ্ঠবারের মতো সমাবর্তনের ঘোষণা দিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ১২টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের উদ্বোধন শেষে এই ঘোষণা দেন তিনি। যদিও এবারের বাজেটে সমাবর্তনের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চবি উপাচার্য বলেন, আমাদের দীর্ঘদিন ধরে সমাবর্তন হচ্ছে না। তাই সমাবর্তনের জন্য কোনো বাজেট দেওয়া হয়নি। সমাবর্তনের ডেট পেলেই আমরা সেগুলো ঠিক করবো। এ বাজেটটা কীভাবে করবো তা নিয়ে আমাদের নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। আশা করি আমরা এ বছরের মধ্যেই সমাবর্তন করতে পারবো।
২০২০ সালের ২৯ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সমাবর্তনের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। পরের বছর ১৬ নভেম্বর চবির ৫৬তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের পরিকল্পনা জানানোর উদ্দেশ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবারও সমাবর্তনের ঘোষণা দেন উপাচার্য।
এরপর ২০২২ সালের ২৩ জুলাই ৩৪তম সিনেট সভার দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তোর পর্বের এক পর্যায়ে আবারো ৫ম সমাবর্তনের ঘোষণা দেন ড. শিরীণ আখতার। একই বছর ১৭ নভেম্বর ৫৭তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ৫ম সমাবর্তনের আয়োজন করা হবে বলে জানান উপাচার্য। এরপর চলতি বছরের ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাথে মতবিনিময়কালে ফের সমাবর্তনের ঘোষণা দেন তিনি।
যদিও তিন বছর পার হলেও কোনো সমাবর্তনের দেখা পাননি শিক্ষার্থীরা। ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের ৩৫তম সিনেট সভায় সমাবর্তনের বিষয়ে একজন ডিন প্রশ্ন তুললেও চুপ ছিলেন চবি উপাচার্য।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ২৮ বছর পর ১৯৯৪ সালে সর্বপ্রথম সমাবর্তন হয়। এরপর ১৯৯৯ সালে দ্বিতীয়, ২০০৮ সালে তৃতীয় এবং সর্বশেষ ২০১৬ সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয় চতুর্থ সমাবর্তন। ফলে ৫৪ বছরের ইতিহাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়েছে মাত্র চারটি সমাবর্তন।
আহমেদ জুনাইদ/এসজে/এএসএম