অস্ত্র নয়, জ্ঞানই নতুন সহস্রাব্দের সম্পদ : জাফর ইকবাল


প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১৮ মার্চ ২০১৬
ফাইল ফটো

অস্ত্র নয়, জ্ঞানই হচ্ছে নতুন সহস্রাব্দের সম্পদ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক অধ্যাপক ড. জাফর ইকবাল। শুক্রবার চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চট্টগ্রাম আঞ্চলিক অধিবেশনে সহস্রাধিক শিক্ষার্থীর সামনে বক্তৃতার সময় তিনি এ কথা বলেন।

অধ্যাপক জাফর বলেন, আমি এই জ্ঞানের অঙ্গনেরই একজন মানুষ এবং আমার কাজ হচ্ছে জ্ঞান দান করা।

চুয়েট ভিসি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে শুক্রবার সকাল ৯টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) আয়োজিত এই প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চলের ৫৫টি হাইস্কুলে প্রায় ১২শ’ শিক্ষার্থী অংশ নেয়।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।