নুরকে পেটাতে ব্যস্ত ছাত্রলীগ, সুযোগে বিক্ষোভ করলো ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ফাঁকে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের সাজার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করেন তারা।
বুধবার (২ আগস্ট) বিকেলে শাহবাগ থেকে রমনা পার্ক পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
আরও পড়ুন: ঢাবিতে নুরকে ধাওয়া দিয়ে মারধর
একই সময়ে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে টিএসসির দিকে যাচ্ছিলেন। সেসময় ছাত্রলীগের নেতাকর্মীরা নুরদের মিছিল অনুসরণ করছিল। তাদের (নুরদের) মিছিল রাজু ভাস্কর্যের সামনে পৌঁছালে এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা নুরসহ বিক্ষোভকারীদের ওপর হামলা করেন। এতে দশজন আহত হন।
এদিকে, ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে রমনা পার্কের সামনে পৌঁছে বিক্ষোভ সমাবেশ করেন। সেখান থেকে সমাবেশ করে নিরাপদে ফিরে যান তারা।
ছাত্রদলের নেতাকর্মীদের সূত্রে জানা যায়, ছাত্র অধিকার পরিষদ মিছিল নিয়ে যখন শাহবাগ হয়ে টিএসসির দিকে যাচ্ছিল, ঠিক সেসময়ে তারা শাহবাগ থেকে মিছিল শুরু করেন।
আরও পড়ুন: তারেকের ৯, জোবায়দার ৩ বছরের কারাদণ্ড
বিক্ষোভ পরবর্তী সমাবেশে ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের নেতা তারেক রহমানের ডাকে দেশের ১৭ কোটি মুক্তিকামী জনতা এই সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে নেমে এসেছে। তারেক রহমানের এই জনপ্রিয়তা দেখে সরকার হিংসায় জ্বলে-পুড়ে যাচ্ছে। তাই আদালতকে অবৈধভাবে ব্যবহার করে আজকের এই অবৈধ রায় দিয়েছে।
এএসবিডি/কেএসআর/জিকেএস