স্বপদে ফিরলেন শেকৃবির দুই বহিষ্কৃত ছাত্রলীগ নেতা

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:০৫ এএম, ০২ আগস্ট ২০২৩
সভাপতি এস এম সজীব হোসাইন ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এক বছর পর স্বপদে ফিরেছেন। বহিষ্কৃত দুই নেতা হলেন নজরুল হলের ছাত্রলীগের সভাপতি এস এম সজীব হোসাইন এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান।

জানা গেছে, বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট হলের ডাইনিংয়ে চাঁদাবাজি নিয়ে গত বছর ২৭ জুলাই বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে দুই নেতাকে শোকজ করার পর ১১ আগস্ট দল থেকে বহিষ্কার করে শাখা ছাত্রলীগ।

তবে এ বছর ৩১ জুলাই (সোমবার) শেকৃবি ছাত্রলীগের এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কারাদেশ উঠিয়ে নেওয়ার ব্যাপারটি প্রকাশ পায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজ আবেদনের প্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

আরও পড়ুন>>> পদ হারালেন শেকৃবি ছাত্রলীগের দুই নেতা

বহিষ্কারাদেশ উঠানোর ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু বলেন, প্রায় ১ বছর বহিষ্কারের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হয়েছে। তারা তাদের বিগত অপরাধের জন্য অনুতপ্ত। পরবর্তীতে তারা আর এ ধরনের কাজ করবে না মর্মে তাদের পুনরায় পদে বহাল করা হয়েছে। যা আমরা বিজ্ঞপ্তিতেও উল্লেখ করেছি।

এ ব্যাপারে বহালে আসা কবি কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের সভাপতি এস এম সজীব হোসাইন বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে কবি কাজী নজরুল ইসলাম হলকে শেকৃবির শক্তিশালী দুর্গ গড়ে তুলতে চায়। এছাড়াও ছাত্রলীগের বিভিন্ন ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থেকে নিজেকে এবং আমার হলকে আলোকিত করতে চায়।

তাসনিম আহমেদ তানিম/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।