সাত কলেজ

৬ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪২ পিএম, ৩১ জুলাই ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের সমস্যা সমাধানে ছয় দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সরকারি সাত কলেজ শাখা। সোমবার (৩১ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর নীলক্ষেত মোড়ে মানবন্ধনে অংশ নেন তারা।

মানবন্ধনে শিক্ষার্থীরা তাদের যেসব দাবি তুলে ধরেন তন্মধ্যে...

সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে এবং বিভাগভিত্তিক নয়, সাত কলেজে পূর্বের ন্যায় সমন্বিত ফলাফল প্রকাশ করতে হবে৷ সিজিপিএ শর্ত শিথিলসহ মানোন্নয়ন পরীক্ষার সুযোগ দিতে হবে এবং মানোন্নয়ন পরীক্ষার ক্ষেত্রে গ্রেড পয়েন্ট নির্ধারণ করে দেওয়া যাবে না৷ একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ সাত কলেজের প্রশাসনিক জটিলতা নিদর্শন স্বতন্ত্র প্রশাসনিক ভবন নির্মাণ করতে হবে৷ অবকাঠামোগত (ক্লাসরুম-শিক্ষক সংকট, স্বতন্ত্র পরীক্ষা হল, লাইব্রেরি-সেমিনারে পর্যাপ্ত বই, ল্যাব সংখ্যা বাড়ানো, কলেজ তত্ত্বাবধানে ক্যান্টিনের ব্যবস্থা, আবাসন) সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ কলেজগুলোতে নামে-বেনামে অতিরিক্ত ফি নেওয়া বন্ধ করতে হবে এবং সাত কলেজে শতভাগ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে ও অবিলম্বে অচল বাসগুলোকে সচল করতে হবে।

আরও পড়ুন> অধিভুক্ত মানে ‘অন্তর্ভুক্ত নয়’ 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি শাহিনুর সুমি বলেন, আমরা শিক্ষার্থীদের যৌক্তিক ছয় দফা দাবি নিয়ে আজ নীলক্ষেত মোড়ে হাজির হয়েছি। এর আগেও সাধারণ শিক্ষার্থীরা এসব নিয়ে আন্দোলন করেছে। আমরা চাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং মানোন্নয়নে আমাদের দাবিসমূহ মেনে নেওয়া হোক।

jagonews24

ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, সাত কলেজে ক্লাসরুম, শিক্ষক, বাসসহ নানা সংকট রয়েছে৷ এত সংকটের মধ্যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। আমাদের দাবিগুলো অচিরেই মেনে নেওয়ার প্রত্যাশা করছি।

আরও পড়ুন> সাত কলেজে শ্রেণিকক্ষ-ল্যাবরেটরি-শিক্ষক সংকট রয়েছে: ঢাবি উপাচার্য 

মানববন্ধন শেষ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের কাছে স্মারকলিপি দেন তারা।

নাহিদ হাসান/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।