রাবিতে চোর সন্দেহে একজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মনির হোসেন মাহিন মনির হোসেন মাহিন , বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ০২:০২ এএম, ২৭ জুলাই ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে একজনকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের শিক্ষার্থীরা। বুধবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে হল থেকে চোর সন্দেহে তাকে ধরে শিক্ষার্থীরা।

তার নাম নাম জাহাদুস হোসেন (২৩)। তিনি নাটোরের ঘোষপাড়া এলাকার জিয়ারুলের ছেলে।

বিজ্ঞাপন

এবিষয়ে প্রত্যক্ষদর্শী ও হলের আাবাসিক শিক্ষার্থী মোহাম্মদ সোহেল বলেন, আমি ১০৯ নম্বর রুমে বসে অ্যাসাইনমেন্ট করছিলাম। এসময় রাত ১০ টার দিকে দেখি একজন রুমে ২-৩ বার ঢু মারছে। তার গতিবিধি সন্দেহ হয়। একপর্যায়ে সে রুমে আসে। চোর সন্দেহে তাকে রুমে আটকে রেখে আমার বন্ধু ও রুমমেটদের খবর দেই। এক পর্যায়ে তাকে রুমের বাইরে নিয়ে আসা হয়। সে আসলে চুরির উদ্দেশ্যে হলে ঢুকেছিল।

প্রত্যক্ষদর্শী ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব বলেন, আমি হলেই ছিলাম। সাড়ে নয়টার দিকে একটা ছেলে ক ব্লকের ১০৯ নম্বর রুম থেকে মোবাইল চুরির চেষ্টা করেছে। রুমে যারা ছিলো তারা তাৎক্ষণিকভাবে তাকে ধরে ও আমাদের খবর দেয়। আমরা তাকে গেস্ট রুমে নিয়ে এসে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি। আমাদের কাছে সে স্বীকার করেছে। এরপর আমরা আমাদের প্রাধ্যক্ষ মহোদয়কে ফোন দেই। তিনি এসে পুলিশের কাছে সোপর্দ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ ড. শামীম হোসাইন বলেন, আমি খবর পাই যে একজন চোর ধরা পড়ছে। তাকে আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগের ছেলেরা মিলে গেস্ট রুমে রেখে জিজ্ঞাসা করছে। পরে আমি হলে এসে তাকে পুলিশে সোপর্দ করি।

তিনি বলেন, শিক্ষার্থীরা একটা দাবি করেছে মাঝেমধ্যেই তাদের সাইকেল ও মোবাইল হারায়, এটার সমাধানের জন্য যেন একটা সাইকেল গ্যারেজ করে দেওয়া হয়। আমিও তাদের আশ্বাস দিয়েছি বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের সঙ্গে কথা বলে খুব দ্রুত হলের ভিতরে একটা সাইকেল গ্যারেজ করার ব্যবস্থা করবো।

মনির হোসেন মাহিন/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।