শাহজালাল বিশ্ববিদ্যালয়

শোকাবহ আগস্টে সিন্ডিকেট নির্বাচন না করতে চিঠি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১৪ জুলাই ২০২৩

শোকাবহ মাস আগস্টে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সিন্ডিকেট নির্বাচন না করার অনুরোধ জানিয়ে রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বরাবর চিঠির মাধ্যমে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়। চিঠিতে শোকের মাস আগস্টে সিন্ডিকেট নির্বাচন না করে পরবর্তী কোনো মাসে তা করার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে ড. ফারুক উদ্দিন জাগো নিউজকে বলেন, আগস্ট মাস হচ্ছে শোকের মাস। এ মাসে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করা হয়। আমরা দীর্ঘদিন ধরে এ মাসকে শোকের মাস হিসেবে পালন করে আসছি। এ মাসে আনন্দ-উল্লাসের সিন্ডিকেট নির্বাচন না করে অন্য কোনো মাসে তা করার অনুরোধ জানিয়েছি।

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান জাগো নিউজকে বলেন, একটি চিঠি পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক হিসেবে শোকের মাসে নির্বাচন না করার বিষয়ে অনুরোধ জানিয়ে তিনি (ড. ফারুক উদ্দিন) একটি চিঠি দিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

গত বুধবার (১২ জুলাই) আগামী ৯ আগস্ট সিন্ডিকেট নির্বাচন করার জন্য তফসিল ঘোষণা করে শাবিপ্রবি প্রশাসন।

নাঈম আহমদ শুভ/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।