কাফনের কাপড় জড়িয়ে আন্দোলনে ৭ কলেজ শিক্ষার্থীরা

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা কলেজ
প্রকাশিত: ০৪:১০ পিএম, ২১ জুন ২০২৩

দাবি আদায়ে আজও রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। এসময় পাঁচজন শিক্ষার্থী শরীরে কাফনের কাপড় জড়িয়ে সড়কে শুয়ে পড়েন। শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানলে তারা স্থান ত্যাগ করবেন না।

আন্দোলনরত শিক্ষার্থী রাব্বী বলেন, দাবি মেনে আমাদের প্রমোশোন দিতে হবে। না দিলে আমরা আন্দোলন চালিয়ে যাবো। দাবি আদায়ে বাধ্য হয়ে কাফনের কাপড় জড়িয়ে রাস্তায় শুয়ে পড়েছি।

আরও পড়ুন>> আবারও নীলক্ষেত মোড় অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের

এর আগে বুধবার (২১ জুন) দুপুর ২টা ২০ মিনিটে নীলক্ষেত মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। তারও আগে দুপুর ১২টায় নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে জড়ো হন তারা ৷ পরে সাত কলেজের শিক্ষকরা এসে আলোচনার জন্য শিক্ষার্থীদের ইডেন কলেজের সামনে নিয়ে আসেন। শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল ইডেন কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করেন। আন্দোলনরত অন্য শিক্ষার্থীরা ইডেন কলেজের সামনে অবস্থান করেন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের ছয়টি দাবি মেনে নিলেও একটি মানেনি প্রশাসন। তাই এক দফা দাবিতে ইডেন কলেজের সামনে থেকে মিছিল নিয়ে নীলক্ষেতে এসে অবরোধ করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন> ইডেনের গেটের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের অবস্থান

এর আগে মঙ্গলবার (২০ জুন) নীলক্ষেত মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে বিকেলে সাত কলেজ প্রশাসনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকে সন্তোষজনক ফল না আসায় আজ আবারও আন্দোলনে নেমেছেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

নাহিদ হাসান/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।