ইবির সেই মীমকে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমিটি থেকে অব্যাহতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:০০ পিএম, ০২ জুন ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমিটিতে পদ পাওয়া ইশরাত জাহান মিমকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই কমিটিতে তিনি অর্থ সম্পাদক পদে মনোনীত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্রী ফুলপরীকে নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার হন তিনি।

বৃহস্পতিবার (১ জুন) কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক আবুল বাসার মুহাম্মদ তাজুল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক সদ্য ঘোষিত মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কমিটির অর্থ সম্পাদক ইশরাত জাহান মীমকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। ফলে তাকে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা প্রজন্ম কমিটিতে পদ পেলেন ফুলপরীকে নির্যাতনকারী মিম 

মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ইবি কমিটিতে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেজবাহুল ইসলাম সভাপতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির খান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি মেজবাহুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে বিতর্ক ওঠার পরপর আমরা কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ করি। তাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সরবরাহ করা হয়। পরে তাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়।

এর আগে ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে এক নবীন শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের ঘটনা ওঠে। এ ঘটনায় ৪ মার্চ হাইকোর্টের নির্দেশে ইশরাত জাহান মিমসহ পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। একই দিন তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ প্রক্রিয়া এখনো চলমান। তাকে ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয়।

রুমি নোমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।