ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরু ৩ জুন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইবি
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ০১ জুন ২০২৩
ফাইল ছবি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১০ দিনের গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। এ সময়ে আবাসিক হল খোলা থাকবে। যথারীতি চালু থাকবে জরুরি সেবা।

বৃহস্পতিবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, আগামী ৩ জুন থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে। চলবে ১২ জুন পর্যন্ত। এসময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ১২ জুন অফিস খুলবে। ছুটি চলাকালীন জরুরি সেবা চালু থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, ক্যাম্পাস বন্ধ থাকাকালীন আবাসিক হল যথারীতি খোলা থাকবে। হলের সব সুবিধা ও জরুরি সেবা অব্যাহত থাকবে।

রুমি নোমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।