তেলাপোকা মারার ওষুধ খেয়ে চবি ছাত্রীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের এক ছাত্রী তেলাপোকা মারার ওষুধ সেবন করে আত্মহত্যা করছেন। সুমি ত্রিপুরা নামের ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে তেলাপোকা মারার ওষুধ সেবন করেন সুমি।

জানা যায়, সুমি পরিবারসহ বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে শাহী কলোনির একটি ভবনে বসবাস করতেন। বিকেলে পারিবারিক সমস্যার জের ধরে তিনি তেলাপোকা মারার ওষুধ সেবন করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার জাগো নিউজকে বলেন, পারিবারিক কারণে সুমি আত্মহত্যা করেছেন।

আহমেদ জুনাইদ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।