জুতা পালিশে দেরি করায় দোকানিকে মারধরকারী ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার
জুতা পালিশে দেরি হওয়ায় দোকানি-কর্মচারীকে মারধরকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
রোববার (৭ মে) সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেন নাহিদ ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাব্বির হোসেন নাহিদ ও মেহেদী হাসান জয়কে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এছাড়া কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না- তার উপযুক্ত কারণসহ ব্যাখ্যা আগামী সাতদিনের মধ্যে সংগঠনের দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত শুক্রবার রাতে জুতা পালিশ করতে দেরি হওয়ায় বিশ্ববিদ্যালয় পাশে ইসলামনগর বাজারে এক ব্যবসায়ী ও দোকানের কর্মচারীকে মারধর করেন অভিযুক্ত নাহিদ ও জয়।
এদিকে, শনিবার বিশ্ববিদ্যালয়ের রাঙ্গামাটি এলাকায় পানির ট্যাংকের সামনে সাভারের পাথালিয়া ইউনিয়নের এক ইউপি সদস্যকেও মারধর করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
মাহবুব সরদার/এমআরআর/জেআইএম