নিউ সুপার মার্কেটে আগুন

ঢাকা কলেজ ছাত্রলীগও যোগ দেয় নিয়ন্ত্রণে

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১৫ এপ্রিল ২০২৩

রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনী। আগুন নিয়ন্ত্রণে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দেন।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

রাজধানীর এ মার্কেটের পাশেই অবস্থান ঢাকা কলেজের ৷ আগুন লাগার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে আগুন নেভাতে যোগ দেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। যে যার মতো সহযোগিতার হাত বাড়িয়ে দেন ৷ ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরাও ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীকে পানি, খাবার সরবরাহ করেছেন। দোকানের মালামাল সরাতেও ব্যবসায়ীদের সহায়তা করেন কেউ কেউ।

আরও পড়ুন>> সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফুটপাতের শতাধিক দোকানি

ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে সকাল থেকেই আমাদের নেতাকর্মীরা নিউমার্কেটে ছুটে গেছেন। আমরা নিজেদের টাকা দিয়ে পানি কিনে এনে ফয়ার সার্ভিস, পুলিশসহ সবাইকে দিয়েছি ৷ এছাড়া ফায়ার সার্ভিস যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সেজন্য সাধারণ মানুষের ভিড় এড়াতে কাজ করেছি। দুর্যোগ-দুর্বিপাকে ছাত্রলীগ সবসময় পাশে আছে।

আরও পড়ুন>> ‘আমি তো ভিখারি হয়ে গেলাম, সব মালামাল পুড়ে ছাই’

ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক গ্রন্থণা ও প্রকাশনাবিষয়ক উপ-সম্পাদক শাহীন সাদেক মির্জা বলেন, আগুন লাগার খবর শুনেই আমরা নিউ মার্কেটে ছুটে গিয়েছি। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার পাসাপাশি আমরা ব্যবসায়ীদের জিনিসপত্র নিরাপদে সরিয়ে দিয়েছি ৷ পোড়া জিনিসপত্রের মধ্য থেকে ভালোটা খুঁজে ব্যবসায়ীদের দিয়েছি। যেকোনো বিপদে বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে থাকে৷

এমএনএইচ/ইএ/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।